সাহেদ হোসেন দিপু :
হাইমচর প্রেসক্লাবের সভাপতি ও প্রত্যাশী আরএ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম বাশারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি, আ’লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিতরায় নন্দী, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ আবু নাঈম দুলাল পাটওয়ারী, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী, আ’লীগ সভাপতি মোতালেব জমাদার, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আ. সাত্তার গাজি, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, যুবদল সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাঝি, ছাত্রদল সভাপতি সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আখন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সুজিত রায় নন্দীর শোক
প্রেস বিজ্ঞপ্তি :
হাইমচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম বাশার হৃদযন্ত্র ক্রিয়াবন্ধ হয়ে চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল¬াহে………রাজেউন)। তার মৃত্যুতে কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী গভির শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় বলেন, মরহুম মাহবুব আলম বাশার ছিলেন একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক এবং একজন আদর্শবান শিক্ষক। শিক্ষার মান উন্নয়নের জন্য অনেক পরিশ্রম করতেন। তিনি আরো বলেন, মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চাঁদপুর প্রেসক্লাবের শোক
হাইমচর প্রেসক্লাব সভাপতি ও প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মাহবুব আলম বাশারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম শাহীনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব নেতৃবৃন্দ এক শোক বার্তায় সাংবাদিক নেতার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
টেলিভিশন সাংবাদিক ফোরামের শোক
প্রেস বিজ্ঞপ্তি :
হাইমচর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক চাঁদপুরজমিনের সিনিয়র সাংবাদিক মাহবুব আলম বাশারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, মাহবুব আলম বাশার ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক। প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত এই সাংবাদিক নেতা তাঁর লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
হাইমচর প্রেসক্লাবের শোক
হাইমচরের কৃতী সন্তান, হাইমচর প্রেসক্লাবের সভাপতি ও প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মাহবুব আলম বাশারের অকাল মৃত্যুতে তার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাও. মো. আলী আকবর, মো. মাজহারুল ইসলাম শফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি ফারুকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাসুদ আলম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক জিএম ফজলু আকাশ, প্রচার সম্পাদক বিএম ইসমাইল, সদস্য আ. রহমান, সাংবাদিক সাহেদ হোসেন দিপু, হাসান আল মামুন, শরিফ, হোসেন গাজি, শাহআলম মিজি।
শাহরাস্তি প্রেসক্লাবের শোক
নোমান হোসেন আখন্দ:
হাইমচর প্রেসক্লাব সভাপতি, দৈনিক চাঁদপুরজমিনের যুগ্ম-সম্পাদক ও ফরিদগঞ্জ আরএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম বাশারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেসক্লাব নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, মাহবুবুল আলম বাশারের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালো। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এ শূন্যতা পূরণ হবার নয়।
শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে শোক প্রকাশ করেন প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, সাবেক সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মঈনুল ইসলাম কাজল, সহ-সভাপতি সজল পাল, হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, দপ্তর সম্পাদক জাকির হোসেন খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, অর্থ ও সহ-সম্পাদক মো. ফয়েজ আহম্মদ, সহ-অর্থ ও প্রচার সম্পাদক মো. জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মহিন উদ্দিন, কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান সেন্টু।