মতলব উত্তর ব্যুরো :
দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক ও চাঁদপুর প্রেক্লাবের যুগ্ম-সম্পাদক মির্জা জাকির হৃদরোগ ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থাবস্থায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকাস্থ ‘কচুক্ষেত হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে’ চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু আরোগ্যের জন্যে মতলব উত্তর প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। গতকাল বুধবার বাদ মাগরিব মতলব উত্তর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লাভলুর সভাপতিত্বে দোয়ানুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছেংগারচর পৌর বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ মাও. তাজুল ইসলাম জিহাদী চাঁদপুরী।
মতলব উত্তর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকনের পরিচালনায় দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর, মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টু, কোষাধ্যক্ষ নূরে আলম নূরী, প্রচার সম্পাদক সাইদুর রহমান শিবলু, মানবাধিকার বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ খান, সদস্য সাজ্জাদ হোসেন, স¤্রাট ডিস এন্টিনা এ- ক্যাবলের প্রোপাইটর মো. শাহীন চৌধুরী, ঢালী ক্যাবল নেটওয়ার্কের প্রোপাইটর মো. মানিক ঢালী, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম অপু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রবু, জহিরাবাদ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা গাউছ মিয়া।
উল্লেখ্য, মির্জা জাকির গত ২৬ নভেম্বর চাঁদপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৭ নভেম্বর ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে যান। তারপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ৩ ডিসেম্বর তার এনজিওগ্রাম করা হয়। এ সময় তার মস্তিষ্কে রক্তক্ষরণ তথা ব্রেন স্ট্রোক হয়। পরে তাকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্রেন স্ট্রোকের জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হয়।