সাংবাদিক সাহাদাত তালুকদার আবারো অসুস্থ, হাসপাতালে ভর্তি


স্টাফ রিপোর্টার
আবারো অসুস্থ হয়ে পড়েছেন সাংবাদিক এমএন সাহাদাত তালুকদার। গত ১৬ সেপ্টেম্বর সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বললেও আর্থিক সমস্যার কারণে ঢাকা নেয়া সম্ভব হয়নি। সাংবাদিক সাহাদাত তালুকদার হাসপাতালের দ্বিতীয় তলার কার্ডিওলজি বিভাগের ৪ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে সাংবাদিক সাহাদাত তালুকদারের সাথে থাকা ভাগিনা জানান, মামাকে ডাক্তাররা এই হাসপাতালে রাখতে চাননি। আর্থিক সমস্যার কারণে আমরা ঢাকা নিতে পারছি না। তিনি বর্তমানে ছয়টি বড় রোগে আক্রান্ত। এর মধ্যে অস্বাভাবিক ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, হার্ট এটাক, থাইরয়েড, ব্রেন সমস্যা ও স্পাইনাল সমস্যা মারাত্মক। ইতোপূর্বে তিনি ঢাকার বারডেম হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বঙ্গবন্ধু মেডিকেল ও কিডনি হসপিটালে দীর্ঘদিন ভর্তি ছিলেন।
তিনি ব্রেইন ও প্যারালাইসিস বিশেষজ্ঞ প্রফেসর ডা. ইমরান সরকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে তার সিটি স্ক্যান ও এনজিওগ্রামসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। ব্রেইন স্ট্রোকের কারণে চোখে রক্তক্ষরণ হওয়ায় দৃষ্টিহীন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. নাসরিন সুলতানা কচি।
এর আগে ২০১৮ সালের প্রথম দিকে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ে। তখন উচ্চ রক্তচাপ, কিডনি রোগ ও প্রচন্ড ডায়াবেটিস থাকার কারণে চিকিৎসা করা যায়নি। বর্তমানেও একই অবস্থা থাকার কারণে চিকিৎসা নিতে সমস্যা হচ্ছে। তাছাড়া চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হাওয়ার কারণে সময়মতো চিকিৎসা নিতে পারছেন না বলে তার পরিবার সূত্রে জানা যায়। তার পরিবার তার উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক ও শুভাকাক্সক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিক সাহাদাত তালুকদার দৈনিক চাঁদপুর সময়ের নির্বাহী সম্পাদক এবং সাপ্তাহিক রূপালী চিত্রের বার্তা সম্পাদকের দায়িত্বরত। তিনি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক, চাঁদপুর স্পুটনিক সায়েন্স ক্লাবের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য এবং কমলাপুর ইউনাইটেড মডেল হাই স্কুলের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। সাংবাদিক সাহাদাত তালুকদারের স্ত্রী ও সন্তানরা তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

১৮ সেপ্টেম্বর, ২০১৯।