সাংবাদিক সিফাতের বাবা গুরুতর অসুস্থ, দোয়া কামনা


নিজস্ব প্রতিনিধি
দৈনিক চাঁদপুর খবরের স্টাফ রিপোর্টার ও বিজয় টিভির চাঁদপুর প্রতিনিধি সাইফুল ইসলাম সিফাতের বাবা শাহরাস্তি উয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক (ধর্মীয় শিক্ষক) ও হাজীগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান গুরুতর অসুস্থ। তিনি ঢাকাস্থ ইবনেসিনা হাসপাতালের কার্ডিয়াক এন্ড ভাসকুলার আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
মাও. ছিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে ডায়বেটিক, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ভাসকুলারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। গত ১১ নভেম্বর (রোববার) নিজ মসজিদে মাগরিবের নামাজ পড়ানোর সময় বুকে ব্যাথাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে সোমবার ভোরে ঢাকা ইবনেসিনা হসপিটালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে মাওলানা ছিদ্দিকুর রহমান ইবনেসিনা হাসপাতালের অধ্যাপক লে. কর্নেল ডা. মজিবুর রহমান শাহীন ও অধ্যাপক ডা. মুকবুল হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তার শরীরে অস্ত্রোপচার করার কথা রয়েছে।
অসুস্থ পিতার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত।