সাংবাদিক সুমনের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর মিলাদ ও দোয়া


নিজস্ব প্রতিনিধি
দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনের বাবা মরহুম আবুল হোসেন সরদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর উদ্যোগে শাহরাস্তি কৃষনপুর পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া অনষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়, পৌর ১১নং ওয়ার্ড কমিশনার নাজির হোসেন পাটওয়ারী, অপরুপা নাট্যগোষ্ঠীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারী, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মজুমদার প্রমুখ।
মরহুম আবুল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

১৫ আগস্ট, ২০১৯।