সাগরিকা এক্সপ্রেস চলাচল শুরু, আজ থেকে চলবে ডেম্যু

স্টাফ রিপোর্টার
বৈশ্বিক মহামারির শুরু থেকে বন্ধ থাকা চাঁদপুর-চট্টগ্রাম রেলপথের সাগরিকা এক্সপ্রেস পুনরায় চলাচল শুরু হয়েছে। গত শনিবার থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আজ ১০ সেপ্টেম্বর থেকে কমিউটার ট্রেন ডেমু চলাচল করার কথা রয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার দূরপাল্লার সকল যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেমতে চাঁদপুর-চট্টগ্রাম রেলপথের আন্তঃনগর মেঘনা ও সাগরিকা এক্সপ্রেস চলাচল বন্ধ করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে শীথিল করা হয় ট্রেন চলাচল। সরকারের নির্দেশনায় কিছু ট্রেন জুলাই মাস থেকে চলাচল শুরু করে। এর মধ্যে আন্তঃনগর মেঘনা চলাচল শুরু করে। দীর্ঘ ৫ মাস ১২ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে সাগরিকা ট্রেন যথারীতি চলাচল শুরু করেছে।
চাঁদপুর কোর্ট স্টেশনের টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা রনি জানান, করোনা দেখা দিলে ২৩ মার্চ থেকে চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে সাগরিকা এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়। কোম্পানীর নির্দেশে শনিবার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। চাঁদপুর কোর্ট স্টেশন থেকে সাগরিকা ট্রেন দুপুর সোয়া দুইটায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় পর্যন্ত মাত্র ৭০/৭৫ টি টিকেট বিক্রি করা হয়েছে।
আজ ১০ সেপ্টেম্বর থেকে কমিউটার ট্রেন ডেম্যু চলাচল করার কথা রয়েছে।
১০ সেপ্টেম্বর, ২০২০।