সাদ্রা মাজার ও খানকাহ শরীফে বার্ষিক ইছালে ছাওয়াব সম্পন্ন

এসএম চিশতী :
হাজীগঞ্জে সাদ্রা মাজার শরীফ ও খানকাহ শরীফ মাঠে ইন্তেকাল বার্ষিকী ইছালে ছাওয়াব সম্পন্ন হয়েছে। গত সোমবার সাদ্রা দরবার শরীফে মরহুম আলা পীর সাহেব কেবলার এ বার্ষিক ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে কোরআন ও সুন্নাহভিত্তিক জীবন-যাপনের প্রতি ভক্তদের গুরুত্বপূর্ণ নসিহত করেন বর্তমান পীর আলহাজ মাও. আল্লামা মুহাম্মদ আরিফ চৌধুরী সাদ্রাভী।
এছাড়া মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমরা। মাহফিল শেষে বিশ^ মুসলিম উম্মাহ’র শান্তি ও দেশের সার্বিক কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা আল্লামা মুহাম্মদ আরিফ চৌধুরী সাদ্রাভী। এ সময় কয়েক সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।