সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানের গণসংযোগ ও পথসভা

চাঁদপুর-২ আসনে নৌকার পক্ষে

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেছেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান। গতকাল শুক্রবার সকালে কালিপুর বাজারে গণসংযোগ করেন তিনি। কালিপুর বাজারে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে নৌকায় ভোট প্রার্থনা করেন মিজানুর রহমান।
এ সময় নৌকার ভোট চেয়ে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করেন এবং আগামি ৩০ ডিসেম্বর নৌকার মার্কার ভোট দেয়ার আহ্বান জানান মো. মিজানুর রহমান।
দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় দেয়ার আহ্বান জানান তিনি। ১০ বছরে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কায় তিনি ভোট চান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে বয়কটের দাবি করে বলেন, বিএনপি দেশে জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা মেরে দেশে অশান্তি সৃষ্টি করাসহ দেশে-বিদেশে ষড়যন্ত্র করেই চলছে। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রতিও দিচ্ছেন এ প্রার্থী। অদম্য বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতিহারে দেয়া প্রতিশ্রুতিও তুলে ধরেন ভোটারদের কাছে।
কালিপুর নির্বাচনী অফিসে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুবলীগের সহ-সভাপতি ইয়ার হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হান্নান বেপারী, আনোয়ার ঢালী, দুধ মিয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাজহারুল, শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একই দিন মো. মিজানুর রহমান উপজেলার কালিরবাজারে উঠান বৈঠক, ইমামপুরে গণসংযোগ, ছেংগারচর বাজারে গণসংযোগ ও জহিরাবাদ ইউনিয়নের সানকিভাংগায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।