সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের শোক


জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দুর মৃত্যুতে

স্টাফ রিপোর্টার
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথের বীর যোদ্ধা, সময়ের সাহসী সৈনিক, নেতা-কর্মীদের আস্থাভাজন, কারা নির্যাতিত নেতা, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দুর অকাল মৃত্যুতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা বিএনপি’র সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মোফাজ্জল হোসেন চান্দু গত রোববার দিবাগত রাত পৌনে ৪টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি———রাজিউন)।