স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের একটি বিদ্যালয়ের সাড়ে ১০টার অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম আসলেন পৌনে ১২টায়। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে গিয়ে জানা যায়, চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা-২০১৮ এ কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ আনুষ্ঠান ছিলো গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। সাড়ে ১০টার অনুষ্ঠানে তিনি আসলেন পৌনে ১২টায়। প্রায় সোয়া ১ ঘণ্টা দেরি করে আসায় ক্ষোভ প্রকাশ করেন অপেক্ষিত শিক্ষার্থীরা ও অভিভাবকরা।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেরির বিষয়ে তিনি বলেন, রামপুর ইউনিয়নে আরেকটি বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে।
২১ জুলাই, ২০১৯।