সিন্ডিকেটের কারণে চাঁদপুরে পাটের সঠিক মূল্য নিয়ে সঙ্কায় কৃষকরা


স্টাফ রিপোর্টার
ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মূল্য কম পাওয়া চাঁদপুর জেলায় পাটের আবাদ কমে যাচ্ছে। এ কারণে জেলার ৮ উপজেলায় এ বছর পাটের লক্ষমাত্রা অর্জন হয়নি। চলতি মৌসুমে পাট কাটা শুরু হয়েছে। অনেক কৃষক পাট বিক্রি করতেও শুরু করেছেন।
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৮ উপজেলায় এ বছর পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ৩,৮৮২ হেক্টর। আবাদ হয়েছে ৩,২১৫ হেক্টর। মেসতা ও কেনাফ জাতের ৬৬৭ হেক্টর পাট কোন কৃষকই আবাদ করেনি। যার ফলে লক্ষ্যমাত্রা ব্যহত হয়েছে। চাঁদপুরের সাধারণ চাষিরা দেশীয় ও তোষা জাতের পাট আবাদ করেন।
চাঁদপুর জেলা সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় কৃষকরা পাট কাটতে শুরু করেছেন। আবার কেউ কেউ পাট শুকিয়ে বাড়ি থেকেই বিক্রি শুরু করেছেন। পাট আবাদে যে পরিমাণ খরচ হয় সে হিসেবে মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক কৃষক।
কৃষকরা জানান, পাটের মূল্য কয়েকদিনের মধ্যে বাড়ছে-কমছে। স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে লোকসান গুণতে হবে কৃষকদের। স্থানীয় খুচরা ব্যবসায়ীরা বলেন, স্থানীয়ভাবে কৃষকদের কাছ থেকে পাট ক্রয় করে বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
চাঁদপুর জেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা নোয়াখেরুল ইসলাম বলেন, এ বছর পাটের আবাদ ভালই হয়েছে। তবে পাটের মূল্য কম পাওয়ায় কৃষকরা আবাদে আগ্রহ হারাচ্ছে। সঠিক মূল্য পেলে পাটের আবাদ বাড়বে।

০৬ আগস্ট, ২০১৯।