
স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের কেন্দ্রি ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর মায়ের মৃত্যুতে তাঁর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করে সান্ত¦না জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়েদুল কাদেরসহ জাতীয় নেতৃবৃন্দ, পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।
ওবায়েদুল কাদের ছাড়াও গতকাল সুজিত রায় নন্দীর সাথে দেখা করে সান্ত¦না জানান সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নুর, সাবেক মন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, উপদেষ্টা মুফাজ্জফর হোসেন পল্টু, বিপ্লব বড়ুয়া, মাইনুদ্দিন হাসান চৌধুরী, আফজালুর রহমান বাবু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ছাত্রলীগের সাবেক নেতা অসীম কুমার উকিল, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেরামত মাওলা, পরেশ ভূইয়া রাজু, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, অ্যাড. নূরজাহান বেগম মুক্তা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন মো. বাবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এমএ হাসান লিটনসহ আরো অনেকে। তারা প্রয়াত হিরন প্রভা রায় নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সুজিত রায় নন্দীর মা গত বুধবার রাত সাড়ে আটটার সময় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। গতকাল বৃহস্পতিবার রাতে তার শেষকৃত্যানুষ্ঠান ঢাকা পোস্তখোলা মহাশ্মশানে সম্পন্ন হয়।