স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী দু’দিনের সফরে আজ চাঁদপুরে আসছেন। তিনি আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে নৌ-পথে রওয়ানা হয়ে সকাল ১০টায় চাঁদপুরে পৌঁছে শহরের চাঁদপুর সিটি কলেজে একটি ক্রীড়া সংগঠনের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন। দুপুরে একটি সামাজিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় বিজয় মেলা মঞ্চে স্মৃতিচারণ অনুষ্ঠানে যোগ দিবেন। তিনি রাত ৯টায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী মহাসম্মেলনে যাবেন এবং রাতে নিজ বাড়ি কুমুড়িয়ায় রাত্রিযাপন করবেন।
আগামিকাল শুক্রবার সকালে বালিয়ার আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন এবং সারাদিন কয়েকটি রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
- Home
- প্রথম পাতা
- সুজিত রায় নন্দী আজ চাঁদপুর আসছেন