স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে ইউপি সদস্য আলহাজ আ. রশিদ মেম্বারের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাও. আখতার হোসেন সাদেকীর পরিচালনায় দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে ও ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ মো. মোস্তাফিজুর রহমান (দুলাল)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য মো. মিজানুর রহমান মোল্লা, দাতা সদস্য মো. শামছুল আলম (সুমন), দৈনিক ইল্শেপাড়ের সহ-সম্পাদক ও দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন, বিল্লাল হোসেন (বাহার), অভিভাবক সদস্য মো. শফিউল্যাহ, মো. বিল্লাল হোসেনসহ মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী। মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাও. সিরাজুল ইসলাম আনছারী।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে ৬নং ওয়ার্ড ১৯৪৮ সালে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ৭২ বছর সফলতা ও শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছে মাদ্রাসাটি।