স্টাফ রিপোর্টার
মতলব উত্তরের কৃতী সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ মতলব উত্তর উপজেলার দক্ষিণ টরকী গ্রামে আসছেন। তিনি আজ রোববার (১৭ জানুয়ারি) সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামের মো. আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন করবেন।
মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন জেনারেল আজিজ আহমেদ।
এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের মতলব উত্তরে আগমনে টরকী গ্রামবাসীর মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই মহতী কাজের জন্য মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসসহ এলাকাবাসী জেনারেল আজিজ আহমেদকে অভিনন্দন জানিয়েছেন।
১৭ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আজ মতলব উত্তর আসছেন