সৈয়দ আশরাফের মৃত্যুতে মতলব উত্তরে ছাত্রলীগের শোকসভা ও কালো ব্যাচ ধারণ

মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মুজিব বাহিনীর যোদ্ধা ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকসভা, কালো ব্যাচ ধারণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ।
গতকাল শুক্রবার সকালে উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. সেলিম মিয়ার পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য সচিব অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী নিয়াজ মোর্শেদ ছোটন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন খান, সদস্য আবু হানিফ অভি, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নেছার আহমেদ, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা নূরে আলম নয়ন, সুমন বেপারী প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে একজন নির্মোহ, নির্লোভ, দেশপ্রেমিক, বঙ্গবন্ধু সৈনিক, বঙ্গবন্ধু কন্যার বিশ্বস্ত সহযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাকে হারালো বাঙালি জাতি। এই অপূরণীয় শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামি দিনগুলোতে ছাত্রলীগ সুন্দর সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।