সোনাচৌ-দোপল্লা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন

 

শাহরাস্তি টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচৌ ও দোপল্লা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। – ইলশেপাড়

২০১৮ সালের মধ্যে শাহরাস্তি-হাজীগঞ্জের কেউ বিদ্যুৎহীন থাকবে না  : মেজর রফিক
নোমান হোসেন আখন্দ/ইউছুপ আলী :
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচৌ ও দোপল্লা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বেলা ৩টায় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও টামটা দক্ষিণ ইউপির চেয়ারম্যান জহিরুল আলম মানিক ও মফিজুল ইসলাম বাচ্চুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। মানুষ বিদ্যুতের জন্য দ্বারে দ্বারে ঘুরেও তার দেখা মিলত না। অল্প সময়ের মধ্যই বিদ্যুতের লোক মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ করবে বিদ্যুৎ লাগবে কিনা? সেসময় বেশি দূরে নয়। আমরা ২০১৮ সালের মধ্যেই শাহরাস্তি-হাজীগঞ্জে প্রত্যেকটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিব, ইনসাল্লাহ। একটি ঘরও বিদ্যুৎহীন থাকবে না।
তিনি আরো বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের দক্ষ, আধুনিক ও কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে কম্পিউটারাইজ ও বিজ্ঞান সম্মত শিক্ষায় দক্ষ হতে হবে। মানব সম্পদ উন্নয়নে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সংসদ সদস্য হিসেবে আমি সব দলের সব মানুষের অভিভাবক। সারাদেশে এ সংসদীয় আসনটি শান্তির স্থান হিসেবে পরিচিত। আমি আশা রাখব এ শান্তিপূর্ণ অবস্থান ও সম্প্রীতির বন্ধন যেন সবসময় অব্যাহত থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার (ডিজিএম) মো. সিদ্দিকুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিআরডিপির চেয়ারম্যান মো. আবদুল মান্নান মোল্লা, প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের এজিএম (কম) দেবাশীষ পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খোকন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুর রহমান মজুমদার, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মেহার উত্তর ইউপি চেয়ারম্যান মনির হোসেন, মুক্তিযোদ্ধা নূর আহম্মদ, আ.লীগ নেতা রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দুই গ্রামে ৫ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের অংশ হিসেবে ৩১৯জন গ্রাহক এ বিদ্যুৎ সংযোগ লাভ করে।