সোনারতরী লঞ্চে অতিরিক্ত ভাড়া নেয়ায় যাত্রীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর-ঢাকা নৌ-পথে লঞ্চে যাতায়াতকারী যাত্রীদের কাছে নির্দিষ্ট ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় সোনারতরী-৩ লঞ্চের যাত্রীরা বিক্ষোভ করেছেন। পরে যাত্রীদের চাপের কারণে কর্তৃপক্ষ টাকা ফেরত দেন বলে জানান লঞ্চে যাতায়াতকারী কয়েকজন যাত্রী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সোনারতরী-৩ লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে।
লঞ্চে যাতায়াতকারী জাব্বার পাটওয়ারী, শহীদ, রুহুল আমিনসহ কয়েকজন জানান, লঞ্চ মালিক কর্তৃপক্ষ আগের চেয়ে ভাড়া বাড়িয়ে দিয়ে এখন যাত্রীদের কাছ থেকে নিজেদের ইচ্ছেমত টাকা আদায় করছে। দেশান্তর নামে সৌখিন টিকেট ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২৮০ টাকা করেছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিসহ সব ডেকে টাকা বাড়িয়ে দিয়েছে। রাত ৯টায় সোনারতরী-৩ লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করায় কাউন্টারের সামনে যাত্রীরা বিক্ষোভ করে। পরে লঞ্চ কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে বাধ্য হয়।
কয়েকজন যাত্রীর সাথে আলাপকালে জানা যায়, সরকারের নির্দেশনা ছাড়া কিংবা আগে কোন ঘোষণা ছাড়াই এভাবে আমাদের কাছ থেকে ভাড়া আদায় করা একেবারেই অনিয়ম। এছাড়া কোন কোন লঞ্চের স্টাফরা আমাদের সাথে অনেক খারাপ আচরণ করে থাকেন। লঞ্চে যাতায়াত করতে গিয়ে টিকিট কাটার সময় যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। লঞ্চের স্টাফরা যখন নির্দিষ্ট ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া কাটছেন তখন তা নিয়ে যাত্রী এবং স্টাফদের সাথে অনেক বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ বিষয়ে যাত্রীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।
১৩ সেপ্টেম্বর, ২০২০।