নারায়ন রবিদাস :
গত শনিবার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ ওমরা পালনের উদ্দেশে জেদ্দা বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি রিয়াদ শাখার নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সংক্ষিপ্ত আলোচনায় আগামি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান লায়ন মো. হারুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শরিফ হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি হানিফ মুন্সী, প্রবাসী ফরিদগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, তাবুক জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান আক্তারসহ নেতাকর্মীবৃন্দ।
সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ ওমরা পালন শেষে রিয়াদ, দাম্মাম, তায়েফ, তাবুকসহ বিভিন্ন স্থান সফর ও কর্মসূচীতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
- Home
- প্রথম পাতা
- সৌদিতে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে সাবেক এমপি লায়ন হারুনকে ফুলেল শুভেচ্ছা