সৌদি আরবে কারফিউ শিথিল : খুলবে শপিংমল ও কারখানা

সাগর চৌধুরী
মক্কা ছাড়া সৌদি আরবের সব শহরের বাসিন্দারা সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বাইরে যেতে পারবেন। রমজান মাসের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ ২৬ এপ্রিল থেকে এই নিদের্শনা কার্যকর হবে। সৌদি বাদশাহ সামলান বিন আব্দুল আজিজের নির্দেশে এই রাজকীয় ফরমান জারি করা হয়েছে।
সৌদি আরবে ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত শপিংমল, পাইকারি ও খুচরা দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে। কারখানা এবং কন্ট্রাক্টিং কোম্পানি তাদের সময়মতো নিষেধাজ্ঞা ছাড়াই তাদের কার্যক্রমে ফিরে আসতে পারবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নির্দেশনা, সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ভিত্তিতে অর্থনৈতিক, বাণিজ্যিক ও শিল্প কল-কারখানার কার্যক্রম পরিচালনা করতে হবে। কর্তৃপক্ষ সবসময় করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।

২৬ এপ্রিল, ২০২০।