সৌদি প্রবাসীদের ছুটি ও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে

সাগর চৌধুরী
করোনা মহামারির কারনে দেশে গিয়ে আটকে পড়া সৌদি প্রবাসীদের ছুটি ও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বিনা মাশুলে বৃদ্ধি করবে সৌদি সরকার। রাজকীয় সৌদি আরব সরকারের পাসপোর্ট (জাওয়াযাত) কর্তৃপক্ষ ৭ সেপ্টেম্বর তাদের টুইটার এবং ফেসবুক একাউন্টে বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে এই ঘোষণা দিয়েছে।
০১। মুয়াসসাসা এবং কোম্পানির যেসব কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে কোন ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।
০২। গৃহকর্মী (আমেল মানজিলি, সায়েক খাস) জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ এবং এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি হবে।
০৩। মুয়াসসাসা এবং কোম্পানির যেসব কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ আছে কিন্তু রি-এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি হয়ে যাবে।
০৪। যারা (সব ধরনের কর্মী) এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি হবে।
০৫। যারা (সব ধরনের কর্মী) ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় সৌদি আরব ত্যাগ করতে পারেননি, এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে অনেক প্রবাসী দেশে ছুটিতে গিয়ে আটকে পড়েছেন, আবার অনেকে ছুটি লাগিয়েও বিমান চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন। তাদের সবারই চিন্তার অবসান হলো।
৯ সেপ্টেম্বর, ২০২০।