ডা. দীপু মনির এমপির উদ্যোগ
সজীব খান
প্রত্যন্ত অঞ্চলে স্ট্রীট লাইট ও হোম সোলার স্থাপনের ফলে পাল্টে যাচ্ছে চাঁদপুরের চিত্র। গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্ন অন্ধকার ভূতুরে পরিবেশে স্ট্রীট লাইট স্থাপনের ফলে রাতের বেলায় আলোয় সজ্জিত হচ্ছে। এর ফলে পাল্টে যাচ্ছে চাঁদপুরের বিভিন্ন জনপদের আগের রুপ। বর্তমান সরকার দেশের বিভিন্ন স্থানে স্ট্রীট লাইট ও হোম সোলার স্থাপনের ফলে দেশের বিদ্যুতের অনেক সাশ্রয় হচ্ছে।
চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুরের উন্নয়নের রুপকার ডা. দীপু মনির বিশেষ বরাদ্দের স্ট্রীট লাইট ও হোম সোলার এখন বদলে দিয়েছে চাঁদপুর ও হাইমচর উপজেলাকে।
স্ট্রীট লাইট ও হোম সোলার ইটকলের সহযোগী প্রতিষ্ঠান সৃজনী বাংলাদেশের মাধ্যমে স্থাপন করা হচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় চাঁদপুরের এসব স্ট্রীট লাইট ও হোম সোলার স্থাপন হচ্ছে। গ্রামীণ জনপদের অন্ধকারাচ্ছন্ন স্থানগুলোতে স্ট্রীট লাইট বসানের ফলে আলোকিত হচ্ছে সেসব স্থানগুলো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে ৩শ’ ৩৫টি স্ট্রীট লাইট, ৩শ’ ১২টি হোম সোলার স্থাপন করা হয়েছে। এসব স্ট্রীট লাইট ও হোম সোলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির বিশেষ বরাদ্দ দিয়ে করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন অনেকটাই সফল হবার পথে। সরকার শহর থেকে শুরু করে এখন গ্রামীণ জনপদের উন্নয়নের জন্য, পথচারীদের নির্বিঘেœ যাতায়াতের জন্য স্ট্রীট লাইট ও হোম সোলার স্থাপন করে যাচ্ছে। এতে বিদ্যুতের লোডশেডিং দূর করতে অগ্রণী ভূমিকা পালন করছে। সরকারের বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।
চাঁদপুর-হাইমচার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ডা. দীপু মনির একান্ত প্রচেষ্টায় চাঁদপুরে বিভিন্ন স্থানে স্ট্রীট লাইট ও সোলার স্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, গ্রামীণ জনপদে স্ট্রীট লাইট ও হোম সোলার স্থাপনের ফলে দেশে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। রাতের আঁধারে পথচারীদের যাতায়াতের সুবিধা হবে। রাস্তায় চুরি ও ছিনতাই কমে যাবে। এসব স্ট্রীট লাইটের কারণে পাল্টে যাচ্ছে চাঁদপুরের ভূতুরে পরিবেশ। তবে আরো কিছু স্ট্রীট লাইট স্থাপন করতে পারলে চাঁদপুর সদর উপজেলা পুরোপুরি আলোয় সজ্জিত হবে। চাঁদপুরের বিভিন্ন স্থানে আরো কিছু স্ট্রীট লাইটের প্রয়োজন রয়েছে। সব স্থানে স্ট্রীট লাইট বসালে পুরোপুরি পাল্টে যাবে চাঁদপুরের চিত্র।
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ প্রতিবেদককে জানান, চাঁদপুর হাইমচারের উন্নয়নের রুপকার, চাঁদপুরের মাটি ও মানুষের নেত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বদান্যতায় চাঁদপুরে উন্নয়নের জোয়ার বইছে। চাঁদপুর এখন একটি মডেল জেলা হিসেবে রুপান্তরিত হয়েছে। ডা. দীপু মনি এমপি যেভাবে চাঁদপুরের প্রতিটি স্থানে স্ট্রীল লাইট, হোম সোলার দিয়ে আসছে, তা সত্যি এক সময় ইতিহাস হয়ে থাকবে। এলাকায় ডা. দীপু মনির উদ্যোগে হাট-বাজার, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রীল লাইট বসানোর ফলে পথচারীরা রাতের বেলা আলোকিত রাস্তায় হাঁটতে পারছে। তারা সবাই ডা. দীপু মনি এমপি’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।