স্থানীয় গণমাধ্যম কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি
‘দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় চাই গণমাধ্যমের ব্যাপক অংশগ্রহণ ও প্রচারণা’ এই শ্লোগান নিয়ে গতকাল সোমবার সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের (২য় তলা) এলিট চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী আন্দোলনকে বেগবান করতে স্থানীয় গণমাধ্যম কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সনাকের সহ-সভাপতি মো. আব্দুল মালেক। স্বাগত বক্তব্য, সভার লক্ষ্য ও উদ্দেশ্য এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সনাক সদস্য আলহাজ অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক পত্রিকার ২২জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, টিআইবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান। বিগত কয়েক বছর যাবত চাঁদপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন তৈরিতে ব্যাপকভাবে কাজ করছে। এজন্য সনাক-টিআইবি’র যেকোন সংবাদ আমরা খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করে থাকি। তিনি আরও বলেন, সনাক-টিআইবি’র কার্যক্রমের ফলে চাঁদপুরে ইউনিয়ন ও ভূমি অফিসের সেবার মানের ইতিবাচক পরিবর্তন হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম ব্যাপক ভূমিকা পালন করতে পারে। সনাক ও টিআইবি’র দুর্নীতিবিরোধী আন্দোলনের সাথে কাজ করে মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইতিমধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সনাকের দুর্নীতিবিরোধী আন্দোলনের ফলে হাসপাতালে সেবার মান বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, একটিভ মাদার্স ফোরাম নিয়ে সনাক-টিআইবি যেভাবে কাজ করছে একদিন সারাদেশে একটিভ মাদার্স ফোরাম একটি মডেল ফোরাম হিসেবে পরিনত হবে।
তিনি আরও বলেন, বিগত দিনেও সনাক-টিআইবি’র দুর্নীতিবিরোধী আন্দোলনে আমরা ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তিনি সাংবাদিকদের সাথে সনাকের মতবিনিময় সভা অন্তত ত্রয়মাসিক ভিত্তিতে আয়োজন করার সুপারিশ করেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বাস্তবায়নে সনাক চাঁদপুরের কার্যক্রম (শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, জলবায়ু অর্থায়নে সুশাসন ও ভূমি) বিষয়ক আলোচনায় চাঁদপুর সদর উপজেলার ১৭২টি একটিভ মাদার্স ফোরামের সমন্বয়কদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে অবহিতকরণ বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত।
তিনি বলেন, সনাকের দুর্নীতিবিরোধী আন্দোলনের সাথে বিগত দিনগুলোতে ও বর্তমানে চাঁদপুরের সাংবাদিকবৃন্দ ব্যাপক সহযোগিতা করে যাচ্ছে। যা ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, চাঁদপুরের সাংবাদিকদের পরামর্শ অনুযায়ী সনাক বেশ কিছু কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে। তথ্য অধিকার আইন বিষয়েও ইতিমধ্যে সাংবাদিকবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি টিআইবি’র অর্থের উৎস সম্পর্কেও উপস্থিত সকলকে ধারণা প্রদান করেন। তিনি সাংবাদিকদের সাথে সনাকের মতবিনিময় সভা ত্রয়মাসিক ভিত্তিতে না হলেও কমপক্ষে ৬ মাস পরপর সভা আয়োজন করার জন্য টিআইবি’র প্রতি আহবান জানান।
সনাক ও স্থানীয় গণমাধ্যম কর্তৃপক্ষের দ্বি-পাক্ষিক সমন্বয় জোরদারকরণ বিষয়ক মতবিনিময় বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন। তিনি বলেন, একটিভ মাদার্স ফোরাম সনাকের একটি নতুন মডেল। আমি আশা করছি এ ফোরামটি খুবই কার্যকর হবে। তিনি বলেন, আগামী ৩০ জানুয়ারির প্রশিক্ষণ কর্মশালাটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামে যদি শিক্ষামন্ত্রী বা সচিব পর্যায়ের কোন কর্মকর্তাকে রাখা যায় তাহলে প্রোগ্রামটি আরও সুন্দর হবে।
টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস বলেন, সনাক-টিআইবি চাঁদপুরে দুর্নীতিবিরোধী আন্দোলনে বেশ সাড়া জাগিয়েছে। বিগত দিনেও সনাক-টিআইবি’র কার্যক্রমের সাথে ছিলাম ও ভবিষ্যতেও থাকবো।
প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ বলেন, একটিভ মাদার্স ফোরাম সনাকের একটি ব্যতিক্রমী উদ্যোগ। এটি কার্যকরি একটি উদ্যোগ। প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। এতে করে টিআইবি’র দুর্নীতিবিরোধী আন্দোলনে আরও গতিশীলতা আসবে।
কালের কণ্ঠ ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ বলেন, বিগত সভার আলোচনাগুলো কার্যবিবরণীতে খুবই ভালোভাবে অন্তর্ভূক্ত হয়েছে। তবে এগুলোর নিয়মিত ফলোআপ দরকার। তিনি সাংবাদিকদের সাথে সনাকের মতবিনিময় সভা ত্রয়মাসিক ভিত্তিতে আয়োজন করার আহ্বান জানান। তিনি বলেন, সকল ধরনের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্যাহ বলেন, টিআইবি’র দুর্নীতিবিরোধী উদ্যোগগুলো বেশ প্রশংসনীয়। গণমাধ্যম কর্মীরাও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক ভূমিকা পালন করতে পারে।
দৈনিক চাঁদপুর বার্তার নির্বাহী সম্পাদক শাহ আলম মল্লিক বলেন, সনাক-চাঁদপুর প্রাথমিক পর্যায়ে উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কাজ করছে। সনাকের কার্যক্রমের ফলে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। সনাক-টিআইবি’র উদ্যোগে একটিভ মাদার্স ফোরাম সর্বপ্রথম উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় গঠিত হয়েছে। তিনি আরও বলেন, একটিভ মাদার্স ফোরাম গঠন হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে।
দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ বলেন, সনাকের দুর্নীতিবিরোধী কার্যক্রমগুলো চাঁদপুরের স্থানীয় পত্রিকাগুলোতে খুবই ভালোভাবে প্রচার করা হয়।
দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজান লিটন বলেন, সনাকের একটিভ মাদার্স ফোরাম কর্মসূচিটি একটি কার্যকরি উদ্যোগ। তিনি এই ফোরামকে গ্রামের স্কুলগুলোতেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার-সিই (কুমিল্লা ক্লাস্টার) মো. হুমায়ুন কবির বলেন, সনাক-টিআইবি’র কার্যক্রমগুলো স্থানীয় পত্রিকাগুলো বেশ ভালোভাবে প্রচার করে থাকে। এজন্য তিনি সনাক ও টিআইবি’র পক্ষ থেকে চাঁদপুরের সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও জানান, সরকারের সহযোগিতা ছাড়া এতো বড় একটা আন্দোলন বাস্তবায়ন করা সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাকের সহ-সভাপতি মো. আব্দুল মালেক বলেন, সনাক-টিআইবি’র দুর্নীতিবিরোধী আন্দোলনের সহায়ক শক্তি হচ্ছে গণমাধ্যম। আমাদের দুর্নীতিবিরোধী সকল কার্যক্রম গণমাধ্যমের প্রচারণায় সমৃদ্ধ হয়। আগামী ৩০ জানুয়ারি চাঁদপুর সদর উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের একটিভ মাদার্স ফোরামের সমন্বয়কদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় সকলের উপস্থিতিসহ সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। দুর্নীতির বিরুদ্ধে চাঁদপুরের সাংবাদিক সমাজও সোচ্চার। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
গণমাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রমে অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশ বিষয়ে আলোচনা করেন সনাকের সাবেক আহ্বায়ক প্রফেসর মনোহর আলী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সনাক সদস্য ডা. পীযূষ কান্তি বড়–য়া, মো. আব্দুস সামাদ দেওয়ান, মো. আলমগীর পাটওয়ারী, রফিক আহমেদ মিন্টু, অ্যাড. পলাশ মজুমদার, টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা, ডেইলী সান-এর জেলা প্রতিনিধি সেলিম রেজা, ৭১ টিভি ও ভোরের ডাক-এর জেলা প্রতিনিধি কাদের পলাশ, নিউজ ২৪-এর জেলা প্রতনিধি খোকন চন্দ্র কর্মকার, দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান বাবলু, দৈনিক চাঁদপুর সংবাদের প্রধান নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, দৈনিক চাঁদপুর জমিনের বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দৈনিক চাঁদপুর কণ্ঠ অন-লাইনের সহ-সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, দৈনিক মেঘনা বার্তার স্টাফ রিপোর্টার আনোয়ারুল হক, দৈনিক চাঁদপুর প্রতিদিনের স্টাফ রিপোর্টার অমরেশ দত্ত জয়, দৈনিক চাঁদপুর দিগন্তের শহর প্রতিনিধি মো. বাদশা ভূঁইয়া, সময় টিভির নিরব, টিআইবি’র এসিস্ট্যান্ট ম্যানেজার (এফএন্ডএ) শিশির কুমার সরকারসহ টিআইবি’র কর্মীবৃন্দ।