সাহেদ হোসেন দিপু
স্বাধীনতার সবর্ণ জয়ন্তী উদযাপনকালে সারা দেশে মৌলবাদী, জামায়াত বিএনপি চক্র কর্তৃক ধ্বংসাত্মক তান্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদের অংশ হিসেবে হাইমচর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৭ মার্চ) বিকেল ৫টায় উপজেলা সদর আলগী বাজার যুবলীগের অস্থায়ী কার্যালয় হতে উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারীর নেতৃত্বে বিক্ষেভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদর আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিসমিল্লাহ মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শাহজান মিয়া, সংগঠনিক সম্পাদক শাহাদাত সরকার, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য শফিক পাটওয়ারী, আব্দুল মতিন মুন্সি, মো. শাহজান জুয়ের মৃধা, পারভেজ হাওলাদার, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা সুমন, সোহাগ, মানিক পাটওয়ারী, আফজাল হোসেন রাজু, রনি, গাজীপুর ইউনিয়ন যুবলীগ নেতা সামীম হোসেন, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগ নেতা খোরশেদ, কবির, কামরুল ইসলাম বাবু, তাফজ্জল হোসেন, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ নেতা মহিউদ্দিন মোল্লাহসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ।
২৯ মার্চ, ২০২১।