স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৪র্থ দিনে স্মৃতিচারণ, বিবেকানন্দ, হাজীগঞ্জ উদীচী ও স্বাধীন বাংলা থিয়েটারের নাটক মঞ্চস্থ হয়েছে। গতকাল মঙ্গলবার স্মৃতিচারণ পরিষদের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন সময়ের চাঁদপুর মহকুমার বিএলএফ কমান্ডার আব্দুল মমিন খান মাখন স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি স্মৃতিচারণ করতে গিয়ে মহান মুক্তিযুদ্ধের সময়ে সেনানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরের মাটি দুর্জয়ের ঘাটি। মহান মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকেই আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সেদিন জীবন বাজি রেখে দেশ মাতৃকাকে শত্রু মুক্ত করতে সেদিন আমরা যুদ্ধ করেছিলাম।
তিনি আরো বলেন, চাঁদপুরের কৃতী সন্তান মানিক মিয়া, ওয়াদুদ তাঁরা ছিল মুক্তিযুদ্ধের সময়ের একেকজন উজ্জ্বল নক্ষত্র। তারা এই নক্ষত্র হয়েই জলে উঠেছিল দেশমাতৃকাকে শত্রু মুক্ত করতে। সে সময় যুদ্ধের জন্য সোনা আখন্দসহ অনেকেই আমাদের যুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছিলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত ঘটেছিল ’৫২ এর ভাষা আন্দোলনের মাধ্যমে। আর এই ভাষা আন্দোলনের মাধ্যমেই ছাত্রলীগের জন্ম হয়েছে। আমার প্রিয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে স্মরণ না করলে অকৃতজ্ঞ হয়ে থাকব। তিনি যুদ্ধের বর্ণনা করতে গিয়ে বলেন, খোদাই বিলের কাছে আমার এক বন্ধুর বাড়িতে রাত্রিযাপন করছিলাম। তারা না খেয়ে আমাকে খেতে দিয়েছিল। নিজেরা খাতা গায়ে না গায়ে দিয়ে আমাদের ঘুমোতে দিয়েছিলেন। কোলের শিশুদের তারা জড়িয়ে রেখেছিলেন মাতৃ¯েœহে। নিজেরা অভুক্ত থেকে সন্তানদের খাইয়েছিলেন। আমি সেই মায়েদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
এ সময় আর বক্তব্য রাখেন বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান ও ভাইস চেয়ারম্যান সাংবাদিক কাজী শাহাদাত। অনুষ্ঠান পরিচালনা করেন বিজয় মেলার মহাসচিব হারুন আল-রশীদ।
সন্ধ্যায় বিবেকানন্দ যুব সংঘ চাঁদপুর জেলা শাখার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এস.কে সুদীপ তন্ময়ের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন অসীম দাস, সুরজিত কর, কমল চক্রবর্তী, জাহাঙ্গীর আলম, মুক্তা বেগম, সুজিত ঘোষ, আশীষ সরকার। সোমা দত্তের নৃত্যপরিচালনায় নৃত্য পরিবেশন করেন কুহু, হৃদিতা, রিয়া, রাত্রী ও জেরিন। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি জয়রাম রায়, সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক পলাশ মজুমদার।
পরে হাজীগঞ্জ উদীচী শাখার পরিবেশনায় নন্দিতা দাসের পরিচালনায় ও বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় দ্বিতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন নন্দিতা দাস, রায়হান সুলতানা, মিলি সাহা, সুমি দাস, কমল দাস, অমিত পাল, নিলা, এশা ও ইরা।
সবশেষে স্বাধীন বাংলা থিয়েটারের পরিচালনায় চাঁদপুরের তরুণ লেখক জসিম মেহেদীর রচনায় একটি ফুল নাটক মঞ্চস্থ হয়। মেহেদী হাসান জীবনের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আশরাফ বাবু, রিপন সরকার, মেহেদী হাসান জীবন, রাজিব সাহা, সাকিব, ফিরোজ, ফারজানা, জুয়েল, বাবু, সজিব, শাহজাহান, এমরান প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- স্মৃতিচারণ ও বিবেকানন্দ, হাজীগঞ্জ উদীচী ও স্বাধীন বাংলা থিয়েটারের নাটক মঞ্চস্থ