হজে গেলেন আ.লীগ নেতা আহছান উল্লাহ আখন্দ


প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আহছান উল্লাহ আখন্দ পবিত্র হজ পালনে আজ রোববার রাত সোয়া ১২টায় বাংলাদেশ এয়ারলাইন্সযোগে সৌদি আরব যাচ্ছেন। তিনি সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন পেশা-শ্রেণির লোকজনের সাথে সাক্ষাৎ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। পবিত্র হজ পালন শেষে তিনি যাতে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, আহছান উল্লাহ আখন্দ বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালক, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের পরিচালক, চাঁদপুর জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

২৮ জুলাই, ২০১৯।