স্টাফ রিপোর্টার
হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। গত রোববার সন্ধ্যায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা যায়, গন্ডামারা গ্রামের পাটোয়ারি বাড়ি আবুল খায়ের পাটোয়ারী স্ত্রী খোরশেদা বেগম (৩০) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত রোববার সন্ধ্যায় খোরশেদা বেগম ঘরে রাখা ক্ষেতের পোকা নিধনের জন্য রাখা এন্ড্রিন নামক কীটনাশক খেয়ে ফেলেন। মুমূর্ষাবস্থায় খোরশেদা বেগমকে প্রথমে হাইমচর উটজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হলে রাত পৌনে ৮টায় জরুরি বিভাগে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক নাসির উদ্দিন খোরশেদা বেগম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এসআই নাসির উদ্দিন জানান, খোরশেদা বেগম নিঃসন্তান ছিলেন। তাছাড়া তিনি অনেকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সেই থেকে সে আত্মহত্যা ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৪ আগস্ট, ২০২১।