হাইমচরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা

                            অর্থনৈতিক অঞ্চল হলে হাইমচরবাসীর ভাগ্য পরিবর্তন হবে     ……….নূর হোসেন পাটওয়ারী

সাহেদ হোসেন দিপু

হাইমচর উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

এসময় তিনি বলেন, হাইমচর উপজেলার উন্নয়নের লক্ষ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আন্তরিকতা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের লক্ষ্যে ডা. দীপু মনি তদবীর করে যাচ্ছেন। অর্থনৈতিক অঞ্চল হলে আমাদের হাইমচরবাসীর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হাইমচর হবে দ্বিতীয় সিঙ্গাপুর। এখানে দেশী-বিদেশী লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যত দ্রুত এ অর্থনৈতিক অঞ্চল কাজ বাস্তবায়ন করা হবে তত দ্রুত আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আমি আশা করি ডা. দীপু মনির নেতৃত্বে দ্রুত আমরা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দেখতে পাবো।

গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খাঁন, প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, উপজেলা প্রকৌশলী সমীত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন হাইমচর ফায়ার সার্ভিস স্ট্যাশন ইনচার্জ মো. আমির হোসেন, পল্লী বিদ্যুৎ ইনচার্জ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার আ. জলিল মাস্টার, আহমেদ আলী মাস্টার, মনির আহমেদ দুলাল, হাবিবুর রহমান গাজীসহ কর্মকর্তাবৃন্দ।

০১ সেপ্টেম্বর, ২০১৯।