সাহেদ হোসেন দিপু
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি এ শ্লোগানে হাইমচরে বর্নাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। হাইমচর থানা পুলিশ প্রশাসন ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০টায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি, থানা পুলিশ ও পুলিশিং কমিটির অংশগ্রহণে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেনের পরিচালানায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহাবদ্দিন টিটু হাওলাদার, সম্পাদক মো. ইউসুফ জুবায়ের শিমুল চৌকদার, হাইমচর কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, হাইমচর সরকারি কলেজের অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল।
থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান কমিউনিটি পুলিশিং সদস্যদের উদ্দেশে বলেন, নিজের খেয়ে পরের সেবা করতে হবে। এখানে কোন ভাতা নাই, কোন বেতন নাই। আপনারা যারা সমাজের সবচেয়ে ভালো, গণ্যমান্য, সমাজের প্রতিনিধিত্ব করেন এবং সবাই আপনাদের কথা শুনবে ঠিক সেইসব সম্মানিত সদস্য নিয়ে আমরা এই কমিটি গঠন করেছি। আমরা মাদক, জঙ্গিবাদ, ইভটিজিংকে না বলব।