হাইমচরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মফিজ মিয়াজী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি……রাজিউন)। হাইমচরে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হলো। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মফিজের মৃত্যু হয়।
মৃত্যুকালে মফিজ মিয়াজীর বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর। তার বাড়ি হাইমচরের উত্তর আলগী গ্রামে। তিনি হাইমচর আলগী বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী এবং ঠিকাদার ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ ক’দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৭ জুন তিনি করোনা পরীক্ষার জন্য হাইমচর হাসপাতালে স্যাম্পল দেন। ১ জুলাই তার রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে অ্যাম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন জানান, গতকাল মৃত মফিজের করোনা রিপোর্ট আমাদের কাছে আসে। আমরা তাৎক্ষণিক তাকে চিকিৎসার ব্যবস্থা করি। তার শারীরিক অবস্থা ভালো থাকায় সে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলো। হঠাৎ আজ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনেই তাকে দাফন করা হবে।
০২ জুলাই, ২০২০।