সাহেদ হোসেন দিপু
হাইমচরে করোনা উপসর্গে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত বিল্লাল দেওয়ান (৫০) গাীজপুর ইউনিয়নের মৃত আবুল দেওয়ানের ছেলে।
জানা যায়, গ্রাম পুলিশ বিল্লাল দেওয়ান গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই চিকিৎসা নিয়ে আসছিলেন। বৃহস্পতিবার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। বিল্লাল দেওয়ানের পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী জানান, গ্রাম পুলিশ বিল্লাল গত ৪ দিন যাবত জ্বরে ভুগছিলেন। বিষয়টি আমি আজ (বৃহস্পতিবার) বিকেলে জানতে পেরে আমার ছেলের মাধ্যমে তাকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার ব্যবস্থা করি। তার জ্বরের সাথে শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে চাঁদপুর হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। আমি বিষয়টি ইউএনও এবং হাইমচর থানার ওসিকে জানিয়েছি।
২৯ জুলাই, ২০২১।