হাইমচরে কিশোরী গণধর্ষণে আটক ৩

হাইমচর ব্যুরো
হাইমচরে ৩ বখাটের গণধর্ষণের শিকার হয়েছেন ১৫ বছর বয়সী ৭ম শ্রেণি পড়ুয়া এক কিশোরী। গত ২০ মে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন আইনে হাইমচর থানায় মামলা (নং ৮) দায়ের করেন।
গত ২১ মে রাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ধর্ষণের সাথে জড়িত ৩ আসামিকে আটক করতে সক্ষম হয় হাইমচর থানা পুলিশ।
হাইমচর থানা সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার ঝাউডুগি এলাকার এক কিশোরী হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে তার বোনের বাড়ি বেড়াতে আসার সময় সন্ধ্যা ৭টায় দক্ষিণ বগুলা গ্রামের রফিক মোল্লার ছেলে রাকিব (২১), রঞ্জিত শিকদারের ছেলে শাহজালাল (১৯) ও আব্দুল মালেকের ছেলে (১৮) তার মুখ চেপে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে পালাক্রমে রাতভর ধর্ষণ করে।
সকালে বাড়িতে গিয়ে ঐ কিশোরী পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তার মা হাইমচর থানায় এসে ধর্ষণের সাথে জড়িত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অফিসার অভিযান চালিয়ে আসামিদের আটক করেন।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পেয়ে আমাদের একটি পুলিশ টিম অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত ৩ আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। পরে আসামিদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

২৩ মে, ২০২১।