হাইমচরে চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে হাইমচর উপজেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ রিপনের কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন পাটওয়ারীর পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডা. হাফিজ আহমেদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত সরকার, গাজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি ও আলহাজ মো. বাবুল মিয়া কালু গাজি।
মনোনয়নপত্র সংগ্রহ করে আহমেদ আলি মাস্টারের নেতৃত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন পাটওয়ারীর কাছে হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. নূর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচর উপজেলাবাসীর ভোটাধিকার হরণ করার জন্য একটি পক্ষ গভীর ষড়যন্ত্র করেছিল। আমি দীর্ঘ আইনী লড়াই করে হাইমচরবাসীর ভোটাধিকার ফিরিয়ে দেওয়ায় গত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে হাইমচরবাসী বিপুল ভোটে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন। আমি বিগত পাঁচ বছর হাইমচরবাসীর সেবা করেছি। তাদের সুখে দুঃখে পাশে রয়েছি। আমাদের এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সহযোগিতায় হাইমচরের উন্নয়নের জন্য কাজ করেছি। আমি আশা করি জনগণ আমার কাজের মূল্যায়ন করে আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবে। এসময় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।