
হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হাইমচর উপজেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ রিপন হোসেনের কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা যুবলীগ নেতা ও ইউপি সদস্য আলমগীর হোসেন তহবিলদার, সাবেক ইউপি সদস্য শাহজান গাজি, যুবলীগ নেতা মজিবুর রহমান খান ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান পাটওয়ারী।
এসময় নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন নির্বাচনী আচরণ বিধি নিয়ে প্রার্থীদের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং যাতে কোনভাবেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ জানান।