হাইমচরে জনপ্রতিনিধিদের সাথে প্রতারণায় ২ জন আটক

সাহেদ হোসেন দিপু
হাইমচরের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ২ জনকে কক্সবাজার ও বান্দরবন হতে আটক করেছে পুলিশ। মুজিব বর্ষ উপলক্ষে রেডক্রিসেন্ট থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে চাল-ডালসহ অনুদান দেয়ার কথা বলে হাইমচর উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতার কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় তারা।
হাইমচর থানায় দায়েরকৃত উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবিরের এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ বিকেলে হাইমচর উপজেলা চেয়াম্যান নূর হোসেন পাটওয়ারীর মোবাইলে রেডক্রিসেন্ট কর্মকর্তা পরিচয়ে ০১৭৪৩৭৭৩০১৪ নম্বর থেকে মুজিব বর্ষ উপলক্ষে দুঃস্থ মানুষজনকে সহায়তা করা হবে। আপনি ৫ জনের নাম ঠিকানা দিয়ে রেডক্রিসেন্ট জিএম সাহেবের সাথে যোগাযোগ করেন। আমি ঐ নম্বরে যোগাযোগ করলে জিএম পরিচয়ধারী ব্যক্তি জানান, ৫টি নয়, ৪৪টি নাম দেয়ার আশ্বাস দেন।
তিনি আরো জানান, প্রত্যেককে নগদ ৪,২০০ টাকা, ৩০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি তেল ও ১টি কম্বল দেয়া হবে। এজন্য জনপ্রতি ৭শ’ টাকা করে ৩০,৮০০ (ত্রিশ হাজার আটশ’) টাকা দিতে হবে। দরিদ্র জনগণের কথা চিন্তা করে ০১৪০৩৬২০৪০৪ ও ০১৯৬৪২৯০০৪৩ হতে ২৮ হাজার টাকা পাঠাই। পরবর্তীতে জানতে পারি আওয়ামী লীগ নেতা আলী আহম্মদ দেওয়ান ২টি নম্বরে ৪২ হাজার টাকা, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী ৩টা নম্বরে ৫৫ হাজার টাকা দিয়েছেন।
পরবর্তীতে রেডক্রিসেন্ট পরিচয় দেয়া নম্বরে যোগাযোগ করলে ২ নম্বরই বন্ধ পাই। বিষয়টি উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে আমরা সবাই বুঝতে পারি প্রতারণার শিকার হয়েছি।
হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন কান্তি বড়ুয়া জানান, এসএম কবিরের এজাহার ডিজিটাল নিরাপত্তা আইনে হাইমচর থানায় নিয়মিত মামলা রুজু হয়। মামলা নং -০৮, তারিখ ১৯/০৩/২০২০ইং। মামলা তদন্তে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যাম প্রতারক চক্রের ব্যবহার করা বিকাশ দোকান কক্সবাজার কলাতলি ও চকরিয়ায় অনুসন্ধানে বিকাশ মালিকের সূত্র জানায়, কক্সবাজার হোটেল সী পার্ল মালিক আশরাফ ও তার বন্ধুরা টাকা নিয়েছেন। পুলিশ আশরাফকে আটক করলে সে জানায়, তার হোটেলে অবস্থান করা কক্সবাজার জেলার চকরিয়া থানার বুড়িপুকুর গ্রামের রাশেদা মেম্বারের ছেলে মিজানুর রহমান মিজান (২৫) সহ মানিক ও বাবু নামের ৩ প্রতারক রেডক্রিসেন্ট পরিচয়ে হাইমচরের ২ জনপ্রতিনিধি ও ১ আওয়ামী লীগ নেতার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
গত ২৯ জুলাই সকালে প্রতারক মিজানকে বান্দরবন জেলার আলীকদম থেকে আটক করা হয়। মিজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করে। ৩০ জুলাই মিজানকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আশরাফ বর্তমানে জামিনে রয়েছেন, প্রতারক চক্রের প্রধান মিজান জেলহাজতে আছেন।

০৩ আগস্ট, ২০২০।