হাইমচরে জালসহ ২৩০ কেজি ইলিশ জব্দ

সাহেদ হোসেন দিপু
হাইমচরে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ডের অভিযানে ৫০ লাখ মিটার জালসহ ২৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসেন সরকার ও কোস্টগার্ড সিসি মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে নীলকমল নৌ-পুলিশ এএসআই আল আমিন ও স্বপন মেঘনায় টানা অভিযান পরিচালনা করে ৫০ লাখ মিটার জাল ও ২৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল সবার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
এ ব্যাপারে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসেন সরকার জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করে ৫০ লাখ মিটার জালসহ ২৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

১৭ অক্টোবর, ২০২১।