হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার রায়ের বাজার নুরে আলম মনা ভূঁইয়া স্মৃতি মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টায় রায়ের বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
নুরে আলম মনা ভূঁইয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি শরীফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং মাইনউদ্দিন ভূঁইয়া পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. খুরশিদ আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদার, স্থানীয় ইউপি সদস্য নাজির রায়হান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে খেলায় চ্যাম্পিয়ন রায়ের বাজার ফুটবল টীম ও রানারআপ পল্লীবিদ্যুৎ একাদশের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২৩ অক্টোবর, ২০২২।