হাইমচরে নেছারাবাদ ছালেহিয়া এতিমখানার ভবন উদ্বোধন

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার গন্ডামারা এলাকায় নেছারাবাদ ছালেহিয়া এতিমখানার দ্বি-তল ভবনের উদ্বোধন করা হয়েছে। নতুন এ ভবনের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল আলম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসা হলরুমে অনুষ্ঠিত উদ্বাধনী অনুষ্ঠানে নেছারাবাদ ছালেহিয়া এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ মো. জহিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, এতিমখানার উন্নয়নের লক্ষ্যে উপজেলা পরিষদ সব বিষয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যাবে। তিনি এ বছরে এতিমখানার উন্নয়নের জন্য তিন লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া এতিমখানার ছাত্রদের রাতের পড়ালেখার জন্য ৬০ হাজার টাকার মূল্যের একটি সোলার সিস্টেম দেয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ এএনএম ওয়াহিদুজ্জামান পাটওয়ারী ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।
উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমএ বাশার, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ এসএম মফিজুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নেছারাবাদ ছালেহিয়া এতিমখানার সহ-সভাপতি আমিন হোসেন মাস্টার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, মুক্তিযোদ্ধা শাহজান পাটওয়ারী, নেছারাবাদ ছালেহিয়া এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২৭ সেপ্টেম্বর, ২০২০।