হাইমচরে নৌ-পুলিশের অভিযানে ৫ জেলে আটক

হাইমচর ব্যুরো
হাইমচরে মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোরতাজা আলী খানের নেতৃত্বে অভিযানে মেঘনা নদীতে নিষিদ্ধ সময় অবৈধভাবে মাছ নিধনকালে ৫ জেলে, ৫ লাখ মিটার কারেন্ট ও ৮০ কেজি মা ইলিশ জব্দ করেন।
বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় হাইমচর উপজেলার মেঘনায় ২২ দিনের ৬ষ্ঠ দিনে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোরতাজা আলী খান। এতে আটক জেলেরা হলেন- জলিল পেদা (পিতা দিদারুল ইসলাম), ইমন (পিতা শুক্কুর আলী), আলী আজগর মোল্লা, (পিতা মোহাম্মদ আলী মোল্লা), মো. মোস্তফা (পিতা মৃত আবুল কাশেম), কালা মিয়া গাজী (পিতা আজিজুল গাজী)। আটকরা সবাই শরীয়তপুরের বিভিন্ন স্থানের অধিবাসী।
এসময় উপস্থিত ছিলেন নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসেন সরকার, এসআই মো. রফিকসহ ঢাকা থেকে আসা পুলিশ সদস্যবৃন্দ।

১৩ অক্টোবর, ২০২২।