হাইমচরে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু

নানুর বাড়ি বেড়াতে এসে

সাহেদ হোসে দিপু
হাইমচরে নানুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর আলগী ইউনিয়নের মহজুমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মোসাম্মাদ ত্বোহা আক্তার (৮) নামে ও অপর মোসাম্মদ খাদিজা আক্তার (৬) চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী এলাকার মো. তোফায়েল ঢালী (৩৫) এর মেয়ে।
হাইমচর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. তোফায়েল তার পরিবার নিয়ে ১৬ অক্টোবর শুক্রবার শশুর বাড়িতে বেড়াতে আসেন। নিহত মোসাম্মাদ ত্বোহা আক্তার (৮) ও অপর বোন মোসাম্মদ খাদিজা আক্তার (৬) সহ কয়েকটি শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এসময় সবার অগোচরে ত্বোহা আক্তার ও খাদিজা আক্তার বাড়ির পাশের পুকুরের ধারে এলে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশের পুকুরে নেমে তাদের খুঁজতে থাকে। দুপুর ২টার সময় পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

২৪ অক্টোবর, ২০২১।