হাইমচরে পানিতে ডুবে ২ সহোদরের করুণ মৃত্যু


সাহেদ হোসেন দিপু
হাইমচরে আলগী উত্তর ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের প্রবাসী সাইফুল ইসলাম পাটওয়ারীর ২ ছেলের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টায় ২ সহোদর সিফাত (৮) ও সিয়াম (৬) পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।
স্থানীয় ইমরান হোসেন জানান, প্রবাসী সাইফুল ইসলাম পাটওয়ারীর ছেলে সিফাত ও সিয়াম তার মা সুমি বেগমের সাথে গোসল করতে যায়। গোসল শেষে মা সুমি বেগম পুকুর থেকে ঘরে চলে আসার প্রায় ১৫ মিনিট পরও সন্তানরা ঘরে না ফেরায় খোঁজাখুজি করে না পাওয়ায় তার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এসে পুকুরে তল্লাশি করে সিয়াম ও সিফাতকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সিয়াম ও সিফাতের মা ও আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ-বাতাশ ভারী হয়ে উঠে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পানিতে ডুবে নিহত সিফাত উপজেলা সদরের আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুলের ১ম শ্রেণি এবং সিফাত কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ছাত্র ছিলো। বাদআছর ছৈয়াল বাড়ি জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
পানিতে ডুবে নিহত পরিবারের খোঁজ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। তিনি জানাজায় অংশগ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

০৭ সেপ্টেম্বর, ২০১৯।