হাইমচরে পানিতে ভাসছে বেড়িবাঁধের বাইরের গ্রামগুলো

মেঘনায় অস্বাভাবিক জোয়ার

সাহেদ হোসেন দিপু
হাইমচরে মেঘনায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বন্যার আকার ধারণ করেছে। পানিতে ভাসছে হাইমচর উপজেলার বেড়িবাঁধ বাইরের গ্রামগুলো। পানিতে ভেসে গেছে হাজারো মানুষের স্বপ্ন। ইতোমধ্যে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
উপজেলার মধ্যচর, সাহেবগঞ্জ, বাহেরচর, মিয়ার বাজার, বাংলা বাজার, নুর বাজার, ঈশানবালা, গাজীপুরসহ বিস্তীর্ণ এলাকা ও অস্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পশ্চিম পাশে ঘর-বাড়ি, মাছের পুকুর-জলাশয়, হাট-বাজার, দোকানপাট তলিয়ে গেছে।
উপজেলার নদীরক্ষা বেড়িবাঁধের উপর মজমপুর এলাকায় ব্রিজের পশ্চিম অংশে জিও ব্যাগ পানিতে তলিয়ে যায়। যার ফলে পুনরায় বন্যার আতংকে রয়েছে এলাকাবাসী।
এছাড়া হাইমচর উপজেলার মজমপুর, কাটাখালি বাজার, তেলির মোড়, হাইমচর বাজার, আমতলী, চরভৈরবী নতুন বাজার, চরভৈরবী লঞ্চঘাট, শহরালী মোড়, বাবুরচরসহ জোয়ারের পানি বন্যা আকার ধারণ করেছে। এসব এলাকায় জোয়ারের পানির পাশাপাশি বৃষ্টির পানিতে ঘর-বাড়ি তলিয়ে গেছে।
সর্বোপরি মেঘনার অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়ে হাইমচর কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাড়িয়েছে জলাবদ্ধতা। যার ফলে যেমনিভাবে প্লাবিত হয়েছে হাট-বাজার, রাস্তা-ঘাট সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তেমনি ভাসিয়ে নিয়েছে অসহায় মানুষের পানের বরজ, মাছের ঝিলসহ ফসলি জমি।
২৪ আগস্ট, ২০২০।