হাইমচর ব্যুরো
হাইমচরে উৎসব ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উত্তর আলগী ইউপি ও চরভৈরবী ইউপি অংশ নেয়। উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সাথে চরভৈরবী ইউপি ১ গোল করে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌকিদার, ইউপি চেয়ারম্যান হাবু গাজী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্টাফ রহমান কবিরাজসহ আরো অনেকে।
উল্লেখ্য, ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দুপুর থেকে মাঠে বিভিন্ন বয়সের হাজারো দর্শকের সমাগম ঘটে।
১৮ মে, ২০২২।