হাইমচরে বিএনপি নেতাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপমানজনক মন্তব্য করায় হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপজেলা যুবলীগ কর্মী খাদেমুল ইসলাম। এর আগে সোমবার বিকেলে উপজেলার আলগীবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
হাইমচর থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, সফিক তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় তাকে আটক করে পুলিশ। সেখানে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সরকার এবং ১/১১ সরকারের সময়ে দায়ের করা বেশ কয়েকটি মামলা তুলে ধরে অপমানজনক মন্তব্য করেন। তারই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা দায়ের করেন উপজেলা যুবলীগ কর্মী খাদিমুল ইসলাম। বর্তমানে আটক ওই নেতা জেলহাজতে রয়েছেন বলে জানান তিনি।
হাইমচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিককে আটক করার বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া বলেন, হাইমচর উপজেলা আমরা বিএনপি-আওয়ামী লীগ অত্যন্ত সহনশীল থাকলেও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক অপপ্রচার করে যাচ্ছে। দীর্ঘদিন হতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অপপ্রচার করে আসছেন। বিষয়টি দলীয়ভাবে আমরা ব্যথিত, তাকে আইনের আওতায় নেয়ায় হাইমচর থানা পুলিশকে ধন্যবাদ, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের আলোচনা-সমালোচনা যে কেউ করতে পারে। কিন্তু এ কারণে কোন সম্মানিত ব্যক্তি অথবা নেতাকে আটক করা কতটুকু সমুচীন?

০৫ এপ্রিল, ২০২৩।