নির্বাচনী প্রচারণা না করায়
স্টাফ রিপোর্টার
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের নির্বাচনী প্রচারণা না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাছেরের নির্বাচনী প্রচারণায় লাইক দেয়ার কারণে ব্যবসা প্রতিষ্ঠানে তালা এবং লুট ও ভাংচুর করার হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ঈশানবালা (মধ্যচর রোকেয়া টিলার) ব্যবসায়ী খোরশেদ আলম ৩ জনকে আসামি করে হাইমচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নীলকমল ইউনিয়নের ঈশানবালা (মধ্যচর রোকেয়া টিলার) ব্যবসায়ী খোরশেদ আলম গত কয়েকদিন আগে চেয়ারম্যান পদপ্রার্থী সাউদ আল নাছেরের নির্বাচনী প্রচারণার একটি পোস্ট ফেসবুকে দেখে তারা নিজের আইডি থেকে একটি লাইক ও কমেন্টের মাধ্যমে শুভকামনা জানান। ঐ কমেন্টসটি দেখে স্থানীয় মিলন আলমগীর মৃধার ছেলে মো. জাহাঙ্গীর মৃধা (৩২), মৃত আফরোজা ওজার ছেলে মো. তারা ওজা (৩৫) ও মো. দুলাল মৃধা (৫৫) সহ আরো অজ্ঞাত ২ থেকে ৩ জন আমার দোকানে এসে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে ব্যবসায়ী খোরশেদকে দোকান থেকে বের করে দিয়ে তালা মেরে রাখে। তিনি কেনো সাইদ আল নাছেরের পক্ষে ফেসবুকে লাইক ও কমেন্টস করেছেন- এজন্য তাকে অতিদ্রুত দোকানসহ অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলে হুমকি দেয়। অন্যথায় তার দোকানটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে প্রাণে হত্যাসহ লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী খোরশেদ গাজী জানান, আমি চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের নির্বাচনী প্রচারণায় অংশ না নিয়ে সাউদ আল নাছেরের নির্বাচনী প্রচারণায় লাইক এবং কমেন্টস করায় লোকজন দিয়ে তিনি আমার দোকানে তালা মেরে রেখে দেয়। তার নির্বাচন না করলে এলাকা ছেড়ে দেয়ার হুমকিসহ সে আমার দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি প্রদান করেন। তাই আমি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জোর দাবি জানাচ্ছি।
২৩ নভেম্বর, ২০২১।