হাইমচরে ভাইস চেয়ারম্যান এসএম কবিরের মনোনয়নপত্র সংগ্রহ

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এসএম কবির। গত মঙ্গলবার বিকেলে হাইমচর উপজেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ রিপন হোসেনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এসএম কবির হোসেন। এসময় নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং যাতে কোনভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ জানান।
এসময় ভাইস চেয়ারম্যান এসএম কবির বলেন, দীর্ঘ ৫ বছর আমি হাইমচর উপজেলাবাসীর ভাল মন্দ এবং সুখ দুঃখে পাশে থেকে সকল ধরনের সাহায্য সহযোগীতা করে আসছি। আমার অভিভাবক তথা শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির উন্নয়নের ধারা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে আমি নিরলস পরিশ্রম করে আসছি। আমি আশা করি পরিচ্ছন্ন জনপ্রনিধি হিসেবে আগামি দিনে হাইমচর উপজেলাবাসী আমাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন।
এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মিন্টু কবিরাজ, মানিক পাটওয়ারী ও যুবলীগ নেতা হাফেজ আহমেদ ছৈয়াল।