হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার পূর্ব চর-কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় ল্যাবের উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী।
এসময় তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শেখ ডিজিটাল ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষকরাই প্রতিটি শিক্ষার্থীদের অভিভাবক। তাই শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাব হাইমচরের আহ্বায়ক ফারুকুল ইসলাম, উপজেলা যুবলীগ সদস্য আব্দুল মতিন মুন্সিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
০১ ডিসেম্বর, ২০২১।