সাহেদ হোসেন দিপু :
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহি চরপোড়ামুখী দারুচ্ছুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ মাও. মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদযোহর চরপোড়ামুখী দারুচ্ছুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স জামে মসজিদে মিলাদ ও দোয়াপূর্বক আলোচনা সভায় প্রতিষ্ঠানের প্রধান মাও. মো. কাউছারের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী, প্রতিষ্ঠানের সভাপতি মাও. দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাও. মো. জিল্লুর রহমান ফারুকি, চাঁদপুর জেলা জমিয়তে যুবহিযবুল্লাহ আহ্বায়ক মাও. মো. তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম মাও. মোহাম্মদ আলীর রুহের মাগফেরাত কামনাসহ চরপোড়ামুখী দারুচ্ছুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের উন্নয়নে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।