হাইমচর ব্যুরো
হাইমচরে মাদক ব্যবসায়ীদের দলবদ্ধ হামলার শিকার হয়ে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। গত সোমবার (৩০ মে) রাত ৮টার দিকে উপজেলার উত্তর আলগী ইউনিয়নের মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী ও হামলাকারি ৩ জনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। এসময় আটকদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারীকে আসামি করে মামলা দায়ের করা হয়। এছাড়া আরেকটি মাদক মামলা দায়ের করে পুলিশ।
হাইমচর থানা সূত্রে জানা যায়, থানার এসআই সঞ্জিত কুমার ও এএসআই প্রাণকৃষ্ণ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মহজমপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মহজমপুর গ্রামের মনির পাটোয়ারী ও তার সঙ্গী বহিরাগত রাজিব হোসেন মিথুনকে ২২ পিস ইয়াবাসহ আটক করেন। ঐসময় কতিপয় মাদক ব্যবসায়ীরা আটকদের ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করেন। তাদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন- পুলিশ সদস্য এমরান, শরিফ ও আমিনুল। এরা সবাই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে ২২ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী সদস্যরা আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। তারা বর্তমানে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার অভিযান অব্যাহত থাকবে।
০১ জুন, ২০২২।