হাইমচরে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

হাইমচর ব্যুরো
হাইমচরে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়। হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নসহ মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, হাইমচর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. হাফিজ আহাম্মেদ মাস্টার, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, হাইমচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বেগম রোকেয়া লিখন, হাইমচর উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন নীলকমল ফাঁড়ির আইসি মো. হোসেন সরকার, উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, সরদার আবদুল জলিল মাস্টার, মো. হাবিবুর রহমান গাজি, মো. জুলিয়াস সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মাসিক সভায় সভাপতি ও বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন কেক কাটা হয়।

২৯ সেপ্টেম্বর, ২০২২।